Wednesday, July 29, 2020

দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা

F
দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো।
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।।
 

চুল কালো আঁখি কালো কাজল কালো আরো
কাজলের চেয়ে কালোকি বলতে কি কেউ পারো।
আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো
হয়না যে তার তুলনা।।

বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল
কাশফুলের চেয়ে সাদা বলোতো কোন ফুল
আমার বন্ধুর প্রেমের ফুলের দাগা,
কাশফুলের চেয়েও সাদা
আমার ভাইগ্গে হল না।।

বৃক্ষ সবুজতৃন সবুজ, সবুজ টিয়া পাখি।
টিয়া পাখির চেয়ে সবুজ কি আছে কও দেখি।
আমি যারে ভালো বাসি, টিয়ার চেয়েও সবুজ বেশি
বন্ধু রঙের বাসনা।।

রক্ত রাঙ্গা, গোলাপ রাঙা, রাঙ্গা পায়ের আলতা
আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা।
শাহআলম সরকার কয়, আলতার চেয়েও রাঙা হয়।
সোনা বন্ধুর ঠোঁট খানা।।


Monday, July 6, 2020

এবার মোরে বিদায় করো যাই

এবার মোরে বিদায় করো যাই
ওরে দুয়ারেতে পালকি খাড়া
দোয়া কালাম হইছে সাড়া
মিছামিছি দেরী করোন নাই
গুনের ভাইরে।।
 
আল্লা বলে যাত্রাকরো
দমে দমে পালকি ধরো
ধীরে ধীরে কান্ধে লও উঠাই
আরে মুখে বিয়ার কালাম পড়ো
আমার জন্য দোয়া করো
ও মোরে দিয়া আইসো বাসরে শোয়াই
গুনের ভাইরে।।
 
আমায় যখন দিবা মাটি
কইরোনা কেউ কান্না কাটি
এই মিনতি সবারে জানাই।
আরে মুখে বলো বিসমিল্লাহে
অলা মিল্লাতে রাসুলুল্লাহে
আরো পইড়ো কলেমা সবাই
 গুনের ভাইরে।।
 
যে জন ভবে পাঠাইছিলো
সে জন আজি ডাইকা নিলো
বেঁচে থাকতে তারে চিনি নাই
আমি চইলাছি আজ তাহার দেশে
দিনহীন কাঙ্গালের বেশে
আখেরে যেন (ওই আমি)  তাহার দিদার পাই
গুনের ভাইরে।।
কথা ও সুর: আব্দুল লতিফ