Thursday, March 16, 2017

জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে

আছেন কোথায় স্বর্গপুরে 
কেউ নাহি সন্ধান জানে
কেন জিজ্ঞাসিলে খোদার 
কথা দেখায় আসমানে।।

পৃথিবী গোলাকার শুনি-
অহর্নিশি ঘোরে আপনি
তাইতে হয়,তাইতে হয় দিন-রজনী,
জ্ঞানী-গুনী তাই মানে।।

আরেকদিকে নিশি হলে 
অন্যদিকে দিবা বলে
আকাশতো দেখে সকলে,
খোদা দেখে কয়জনে।।

আপন ঘরে কে কথা কয় 
না জেনে আসমানে তাকায়
লালন বলে কেবা কোথায় 
বুঝিবে দিব্যজ্ঞানে।।

No comments:

Post a Comment