Thursday, May 25, 2017

মনে বাবলা পাতার কষ লেগেছে


মনে বাবলা পাতার কষ লেগেছে 
উঠবে কী আর সাবানে 
গুরু আমার মনের ময়লা যাবে কেমনে ? 

স্বভাব যায় না রে ধুলে 
খাইসলত যায় না রে মলে । 
ছুঁচোর গায়ের গন্ধ যায় কী 
গোলাপ জল দিলে (বাবা গো)
ও আমার মনপাখিটা বেজায় খেপা  (মন রে)
ধর্মকথা কই শোনে।?

অন্য কালি সে তো ধুলে যায় 
আর মনের কালি বিষম কালি 
গুরু গো সে তো ধুবার নয়। 
ও আমার কালো রং কী গৌড় হবে 
কাঁচা হলুদ গায় মাখিলে? 

No comments:

Post a Comment