C#
আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
ঘরেও জ্বালা বাইরেও জ্বালা
জ্বালা রাইতে দিনে
একমাত্র তোর প্রেমের কারনে।।
আমি আশায় আশায় বাঁধলাম বাসা
দুখের বেড়া দিয়া
দিনে দিনে গনার দিন আমার
যাইতাছে ফুরাইয়া
বনের পাখি কান্দেরে বনে
আমারি কান্দনে।।
আমার অন্তরে বিরহের অনল
জ্বলে রইয়া রইয়া
আমায় ছেরে ও বন্ধু রে
কই রইলে লুকাইয়া
আমি নিত্য নিত্য সাজাই রে বাসর
গোপনে গোপনে
No comments:
Post a Comment