Wednesday, December 8, 2021

আমি পারিনা আর পারিনা, আমি কেন মরিনা।

 
আমি পারিনা আর পারিনা,
আমি কেন মরিনা।
আজরাইল কি চেনে না আমারে গো,
আমি পারি না পারিনা।।
 
আমি হয়তো দুই দিন পরে মরব,
আগে মরলে কি ক্ষতি,
এই দুনিয়ার তালবাহান বুঝলাম না রে এক রতি।
ঘরেরও রমনি যেমন কাল নাগিনী
ভুজংগনি পিছু ছাড়েনা রে।।
 
আমার শিশু কালটাই ছিলো ভালো,
থাকতাম মায়ের কোলে,
ছিলো না সংসারের জ্বালা
সবই ছিলাম ভুলে।
এখন দেখা দিছে যৌবনে, বাতাশ লাগছে ফাগুনে।
পুড়ি প্রেম আগুনে কেউ দেখেনা রে।।
 
পুত্র কন্যা শুভ শান্ত নিয়ে দিন কাটাই,
সাওনের আগুনের আমি পুড়ে হলাম ছাই
এইডাই শোনে না কথা, দেয় মনে ব্যথা
সালামের মায়া মমতা কাজে লাগলো না রে।।।

No comments:

Post a Comment