A#-Dm
রিটার্ন টিকেট হাতে লইয়া আইসাছি এই দুনিয়ায়
টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়।।
ও মন কোন গাড়িতে আইস ছিলাম কোন গাড়িতে যাব
দুই দিনেরই স্টেশন এ সেই কথা কি ভাববো রে মন সেই কথা কি ভাবো
খবর ছাড়াই বইসা আচ কোন সুজনের অপেক্ষায়।।
ও মন নিক্তিমেপে মালসামানের হিসাব দিতে হবে
বাজলে সিটি সেই হিসাবের সময় কি আর হবে
ভেজাল সহ ধরব যখন পরবে কঠিন অবস্থায়।।
টাইম হইলে যাইতে হবে যাওয়া ছাড়া নাই উপায়।।
ও মন কোন গাড়িতে আইস ছিলাম কোন গাড়িতে যাব
দুই দিনেরই স্টেশন এ সেই কথা কি ভাববো রে মন সেই কথা কি ভাবো
খবর ছাড়াই বইসা আচ কোন সুজনের অপেক্ষায়।।
ও মন নিক্তিমেপে মালসামানের হিসাব দিতে হবে
বাজলে সিটি সেই হিসাবের সময় কি আর হবে
ভেজাল সহ ধরব যখন পরবে কঠিন অবস্থায়।।
No comments:
Post a Comment