Tuesday, December 27, 2016

চাতুরী করিয়া মোরে

D#

চাতুরী করিয়া মোরে, বান্ধিয়া পিরিতের ডোরে
(ওরে) বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া
সাদা দিলে কাঁদা লাগাই গেলি

পিরিতি আগে বুঝি নাই, তুই পিরিতি শিখাইলি তাই
তুই নিষ্ঠুরে ক্যামনে কইরা ভুলি (হায়)
কত না সোহাগ করিয়া, হাউসে পিরিত শিখাইয়া
কোন পরাণে গেলি আমায় ফেলি রে বন্ধুয়া ।।


কত দিনের কত কথা, হৃদয়ে মোর আছেরে গাঁথা
তুই কি নিঠুর ভুইলাছি সকলই (হায়)
আমি কানতে কানতে ঘুমাই যখন, স্বপ্নে তোরে দেখি তখন
পাইনা তোরে আবার চোক্ষু মেলিরে বন্ধুয়া।।


No comments:

Post a Comment