Thursday, March 8, 2018

না না না কদম তলায় আমি যাবো না

G
না না না কদম তলায় আমি যাবো না
ঐ কদম তলার বংশী ওয়ালা গো
ও তার বাশির সুর ভালা না গো
আজ আমার মন ভালা না।।

ও সজনী
আমি যখন রানতে বসি গো সইগো তখন এই ঘটনা
ও তার বাশির সুরে মন উদাসী গো আলো সই ঘরে প্রান বসেনা গো।।

ও সজনী
আমার শাশুরি ননদী (জটিলা কুটিলা) ঘরে গো তারা কেউ ভালা তো বাসে না
আমি যারে দিলাম জিবন যৌবন গো আলো সই সেত ফিরে চায় না গো।।

ও সজনী
আয় গো পুরুষ ভ্রমরা জাতি গো হায় গো নারীর মন বোঝেনা
আয় গো মধু খাইয়া যায় উড়িয়াগো আলো সই করিয়া ছলনা গো।।

No comments:

Post a Comment