D#m
নিশা লাগিলো রে
বাকা দুই নয়নে নিশা লাগিলো রে
হাছন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে ।।
বাকা দুই নয়নে নিশা লাগিলো রে
হাছন রাজা পিয়ারির প্রেমে মজিলো রে ।।
ছটফট করে হাছন দেখিয়া চান্দ মুখ
হাছন জানের মুখ দেখি জনমের গেলো দুখ ।।
হাছন জানের মুখ দেখি জনমের গেলো দুখ ।।
হাছন জানের রূপটা দেখি ফাল ফাল দি উঠে
চিরাবারা হাছন রাজার বুকের মাঝে ফুটে।।
চিরাবারা হাছন রাজার বুকের মাঝে ফুটে।।
No comments:
Post a Comment