Wednesday, March 21, 2018

তোমায় হৃদ মাঝারে রাখিবো

C#
কত লক্ষ জনম ঘুরে ঘুরে, মনরে......মনরে......
কত লক্ষ জনম ঘুরে ঘুরে,
সাধের  মানব জনম পেয়েছিরে
একবার ভজলে হরি বংশীধারী
নিদয় হয়ো না।

ছেড়ে দেবো না আমি ছেড়ে দেবো না
ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
না না না আর পাবো না
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না "(২)

ভূবনো মোহনো গোরা,
কোন মণিজনার মনোহরা
মণিজনার মনোহরা
আমি নয়নে নয়ন দিয়ে
আর ফেরাবো না না না না.....।

"যাবো ব্রজের কুলে কুলে"
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
জয় রাধার নামে পাগল হয়ে
থাকবো মগনা...।।

যে ডাকে চাঁদ গৌড় বলে,
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে
"ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে"
চরন ছাড়বো  না, না না না......।।

No comments:

Post a Comment