D#-F
রজনী হইসনা অবসান
আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচান।।
কত নিশি পোহাইলো মনের আশা মনে রইলো রে
কেন বন্ধু আসিলোনা জুড়ানা পরান (আমার)
আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচান।।
বাসর সাজাই আশার আশে আসবে বন্ধু নিশি শেষে
দারুন পিরিতের বিষে ধরিলো উজান
আজ নিশীথে আসতে পারে বন্ধু কালাচান।।
মেঘে ঢাকা আঁধার রাতে কেমনে থাকি একা ঘরেরে সাধক চানমিয়া কয় কানতে কানতে হইলাম পেরেশান।
No comments:
Post a Comment