Sunday, November 13, 2016

তুই আমার জীবন রে বন্ধু

D#
তোমারে না দেখলে
আমার ঘরে রয় না মন রে
তুই আমার জীবন রে বন্ধু
তুই আমার জীবন।।

তোমার আমার ভালবাসা
জানে সর্ব জন
অন্ধের চোখের মণি তুমি
সাত রাজারই ধন রে।।

একবার যদি পাইতাম তরে
করিতাম যতন
অঙ্গেতে ছিটাইয়া দিতাম
তুলসী চন্দন।।

নগরে বন্দরে ঘুরি
পাইতে দর্শন
কয় সালামে মনে হইলে
ঝরে দুই নয়ন রে।।


---------------------
বাউল সালাম

No comments:

Post a Comment