তুই যদি হইতি গলার মালা রে রঙ্গীলা
আদরে গলে পরাইয়া, স্বহস্তে আয়না ধরিয়া
সাধ মিটাইতাম দেখিয়া নিরালা রে রঙ্গীলা।।
তুই হইলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর
ভাসিয়া রইতাম হইয়া শ্যাওলা
প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পোড়া প্রাণ যাইত জুড়াইয়া
দূর হইতো প্রেম আগুনের জ্বালা রে রঙ্গিলা।।
তুই হইলে শিরের কেশ চিরুনি করিতাম বেশ
চান করে বান্ধিতাম দুপুর বেলা
বসিয়া তোমার সঙ্গে থাকতাম আমি প্রেম তরঙ্গে
মনের সাথে খেলতাম প্রেম খেলা ও রঙ্গীলা।।
তোমারে জানিয়া পানি আমি হইয়া চাতকিনী
পন্থে চাইয়া হইয়াছি একেলা
আমায় লোকে মন্দ কয় তোর প্রেমের কলঙ্ক রয়
এই দুর্বিনে তোর প্রেমের পাগলা চিকন কালা।
-------------------
দুর্বিন শাহ
No comments:
Post a Comment