D#
আমার সোনার ময়না পাখি
কোন দোষেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে।।
সোনা বরন পাখিরে আমার কাজল বরন আঁখি
দিবানিশি মনে চায় ও রে বাইন্দা তোরে রাখি রে।।
দেহ দিছি প্রান ওরে দিছি আর নাই কিছু বাকী
সাত ফুলের মাজন দিয়ারে অঙ্গে দিছি মাখিতে রে।।
যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া আঁখি
এই জীবন যাবার কালে রে একবার যেন দেখি রে।।
কোন দোষেতে গেলা উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে।।
সোনা বরন পাখিরে আমার কাজল বরন আঁখি
দিবানিশি মনে চায় ও রে বাইন্দা তোরে রাখি রে।।
দেহ দিছি প্রান ওরে দিছি আর নাই কিছু বাকী
সাত ফুলের মাজন দিয়ারে অঙ্গে দিছি মাখিতে রে।।
যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া আঁখি
এই জীবন যাবার কালে রে একবার যেন দেখি রে।।
No comments:
Post a Comment