Fm
বন্ধু
তোর লাইগারে বন্ধু তোর লাইগারে
আমার তনু জড়জড়মনে লয় ছাড়িয়া যাইতাম থুইয়া বাড়িঘর।।
অরন্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর
ভাইয়ো নাই বান্ধব নাই মোর কে লইবো খবর।।
বটবৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আশে
ডাল ভাঙ্গিয়া রোদ্র উঠে আমার কর্মদোষে।।
নদী পার হইতে গেলাম নদীর কিনারে
আমারে দেখিয়ারে নৌকা সরে দুরে দুরে।।
সৈয়দ শাহ নুরের কান্দন নদীর কুলে বইয়া
পার হইমু পার হইমু
কইরা দিন তো যায় চলিয়া।।
No comments:
Post a Comment