Monday, October 31, 2016

রসিক আমার মন বান্ধিয়া D#m

D#m

রসিক আমার মন বান্ধিয়া পিন্জর বানাইছে।।
সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে

দিনহীন মুর্শিদে কয়
মাটির বাসন ভাইঙ্গা গেলে আর কি জোড়া লয়
দয়াল চাইলে লইব জোড়া
মুর্শিদ চাইলে লইব জোড়া
এমন দয়াল কে আছে..।।

তিনটি তক্তার নাও
আগায় পাছায় তিনজন মাঝি
ওমন তারাতারি বাও
ছয়জনে ছয দাড়ি লইয়া 
আল্লাহু নাম লইতাছে।।

পাগল জালালে কয়
পিঞ্জর ছাইড়া গেলে ময়না
আর কি বন্দী হয়..
মুর্শিদ চাইলে হইব বন্দী
দয়াল চাইলে হইব বন্দী
এমন দয়াল কে আছে..।।

No comments:

Post a Comment