Monday, October 31, 2016

আগে কি সুন্দর দিন কাটাইতাম

Em
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম।।

হিন্দু বাড়িতে যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
জারি গান, বাউল গান  আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম।।

বর্ষা যখন হইত, গাজির গান আইত,
রংগে ঢংগে গাইত আনন্দ পাইতাম।
কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার
আমরা কি তার খবরও লইতাম ।।

বিবাদ ঘটিলে  পঞ্চায়েতের বলে
গরীব কাংগালে বিচার পাইতাম ।।
মানুষ ছিল সরল ছিল ধর্ম বল ।।
এখন সবাই পাগল বড়লোক হইতাম ।।

করিযে ভাবনা সেই দিন আর পাব না
ছিল বাসনা সুখি হইতাম ।।
দিন হতে দিন,  আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম।।

No comments:

Post a Comment