D#
তুমি জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন দেখেছি
মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার বেদন বুঝো না।।
সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায়
মৃদু মৃদু বায়ু বয়
ফুলবনে পুলকের আল্পনা
মাধুর মাধুবী রাতে বঁধুয়া তোমারি সাথে
করেছিনু যামিনী যাপনা।।
(তুমি) আমায় ফেলে চলে গেলে
কি আগুন মোর বুকে জ্বেলে
একদিনও দেখতে তুমি এলে না
পাইলে দুঃখিনীর কুটিরে
দেখাইতাম অন্তর চিঁড়ে
বুকের ব্যাথা মুখে বলা চলে না।।
কাষ্ঠ-যোগে দাবানল
পুড়াইয়া বন জঙ্গল
মনের আগুন দিগুন জ্বলে নেভেনা
কত বিরহীনির অন্তর তলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জল দিলে জ্বলে দ্বিগুণ
নিভে না– না নিভে না।।
খুঁজিলাম জনম জনম
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
কোনখানে পাইনে তোমার ঠিকানা
পাগল বিজয় বলে চিত্ত চোর
আসবেকি জীবনে মোর
মনে রইলো ব্যথা ভরা বাসনা
————————
কথাঃ বিজয় সরকার
তুমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন দেখেছি
মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার বেদন বুঝো না।।
সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায়
মৃদু মৃদু বায়ু বয়
ফুলবনে পুলকের আল্পনা
মাধুর মাধুবী রাতে বঁধুয়া তোমারি সাথে
করেছিনু যামিনী যাপনা।।
(তুমি) আমায় ফেলে চলে গেলে
কি আগুন মোর বুকে জ্বেলে
একদিনও দেখতে তুমি এলে না
পাইলে দুঃখিনীর কুটিরে
দেখাইতাম অন্তর চিঁড়ে
বুকের ব্যাথা মুখে বলা চলে না।।
কাষ্ঠ-যোগে দাবানল
পুড়াইয়া বন জঙ্গল
মনের আগুন দিগুন জ্বলে নেভেনা
কত বিরহীনির অন্তর তলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জল দিলে জ্বলে দ্বিগুণ
নিভে না– না নিভে না।।
খুঁজিলাম জনম জনম
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোম
কোনখানে পাইনে তোমার ঠিকানা
পাগল বিজয় বলে চিত্ত চোর
আসবেকি জীবনে মোর
মনে রইলো ব্যথা ভরা বাসনা
————————
কথাঃ বিজয় সরকার
বিজয় সরকারের নিজ কন্ঠে গীত গানটির লিরিক্স ছিল নিম্নরুপঃ
ReplyDeleteতুমি জানো নারে প্রিয়
তুমি জানো না
তুমি জানো নারে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা
তোমায় প্রথম যেদিন জেনেছি
মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার মন মানো না।।
সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায়
মৃদুল মিঠে বায়
ফুলবনে পুলকের আল্পনা
মাধুর মাধবী রাতে বঁধুয়া তোমার সাথে
করেছিলাম সেইযামিনী যাপনা।।
তুমি চলে গেলে আমায় ফেলে
কি আগুন এই বুকে জ্বেলে
একদিনও দেখিতে তুমি এলে না
তোমায় পেলে মোর দুঃখের কুটিরে
দেখাইতাম বক্ষ ছিঁড়ে
বুকের জ্বালা মুখে বলা চলে না।।
কাষ্ঠ-যোগে দাবানল
গ্বলিয়া পোড়ায় বন-জঙ্গল
মন পোড়ানো আগুন বন্ধু তাহা না
যত বিরহীর অন্তর তলে
বিনা কাষ্ঠে আগুন জ্বলে
জল দিলে জ্বলে একি যাতনা।।
আমি খুঁজি জনম জনমে
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে
খুঁজে ফিরি তোমারো ঠিকানা
পাগল বিজয় বলে চিত্ত চোর
আসবে কি জীবনে মোর
বুকে রইলো ব্যথা ভরা বাসনা।।
(দয়া করে এডিট করে দিন)
আপনার লেখা সঠিক কিনা জানি,কিন্তু আমার কাছে আপনার লেখা কথা গুলো অনেক সহজ লাগ।
Deleteমনে হয় কথা গুলো লেখক বিজয় সরকার শ্রোতাদের জন্য এভাবেই সহজ করে লিখে গেছেন...
গ্বলিয়া পোড়ায় বন-জঙ্গল = জ্বলিয়া পোড়ায় বন-জঙ্গল
ReplyDelete(একটু ভুল ছিল)
সংস্কার করা গানতো কেউ গায় না। তবে সংস্কারটা করলো কে? কি মনে করে? এটা অনুমোদিত কিনা?
ReplyDeleteআমিও একটা পোষ্ট করে শুধু আমার সাইট কে এডসেন্স এপ্রোভ করার জন্য তাই এখানে ক্লিক করে বিস্তারিত সাইট টিকে ভিজিট করে দেখতে পারেন আমার।
ReplyDeleteআমিও একটা পোষ্ট করে শুধু আমার সাইট কে এডসেন্স এপ্রোভ করার জন্য তাই এখানে ক্লিক করে বিস্তারিত সাইট টিকে ভিজিট করে দেখতে পারেন আমার।
ReplyDelete