Monday, October 31, 2016

অপরাধী হইলেও আমি তোর

A#

আমি তোর পীরিতের মরা
আমি তোর পীরিতের মরা বন্ধু
চাইয়া দেখনা এক নজর বন্ধুরে
অপরাধী হইলেও আমি তোর
তোররে বন্ধু
অপরাধী হলেও আমি তোর।।


আমায় যদি দাও তাড়াইয়া
এমন জায়গা নাইরে গিয়া
এ অভাগার জুড়াইতাম অন্তর
তুমি যদি ঘৃণা রাখো
আমি তোরে করিনা পর।।

কত দুঃখ আমার বুকে
দেখতে আসে পাড়ার লোকে
তোর কি নাই কলঙ্কেরই ডর
আমি যদি যাই মরিয়া
কে করবে তোরে আদর।।


——————-
কথা: উকিল মুন্সি

No comments:

Post a Comment