Monday, October 31, 2016

আমায় এত দু:খ দিলি বন্ধুরে.....

D#
আমায় এত দুঃখ দিলি বন্ধুরে.....
বন্ধু আমি তোর প্রেমেরী দিওয়ানা রে দিওয়ানা
মন জানে আর কেউ জানে।।

প্রান বন্ধুরে.......
তোমাকে পাইব বলে ইহ জনম যায় বিফলে
প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রনা
কলিজা হইয়াছে ছিদ্ররে
বন্ধু ধরল ঘুনে ছাড়লো নারে ছাড়লো না।।

প্রান বন্ধুরে.....
কাষ্ঠে লোহায় পিরিত করে নৌকাটি সাজাইয়া পড়ে
দুয়ে মিলে যুক্তি করে শুকনা তে থাকবেনা
তারা জলের বুকে জীবন কাটায় রে (বন্ধু)
জল ছাড়া তো বাঁচেনারে বাঁচেনারে বাঁচেনা।।

বন্ধুরে....
কাঁদাইলি নিরবধি ভাসাইলি অকুল নদী
জন্ম হইতে আইজ বুঝি তোমায় আমি পাইলাম না
যে যাহারে ভালোবাসে রে বন্ধু
ব্যবহারে যায় চেনারে যায় জানা।।


No comments:

Post a Comment